অপরাধ

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হ*ত্যা মামলায় আওয়ামীপন্থী দুই আইনজীবী গ্রেফতার

  প্রতিনিধি 4 February 2025 , 8:20:50 প্রিন্ট সংস্করণ

 

 

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

 

এর আগে সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

জানা গেছে, তারা দু’জনেই আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময়ে তাদের পুলিশ গ্রেফতার করে। আইনজীবী নুরুল হুদা পাওয়ারীকে তার বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাওয়ার পথে গ্রেফতার করা হয়। এ দুই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নুরুল হুদা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান বাবর।

 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে লক্ষ্মীপুরে চার ছাত্র নিহত হয়।

 

এদিকে এ দুই আইনজীবী গ্রেফতার হওয়ায় আওয়ামীপন্থী অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে

 

লক্ষ্মীপুর সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ