অন্যান্য

লঞ্চের সাথে সংঘর্ষে মাছ ধরা জেলের নৌকাডুবি, এক শিশু নিখোজ।

  প্রতিনিধি 18 March 2025 , 5:07:16 প্রিন্ট সংস্করণ

বালী তাইফুর রহমান তূর্য

 

ঝালকাঠির নলছিটি পৌরসভার গৌড়িপাশা এলাকায় ১৮ মার্চ মঙ্গলবার সকাল ছয়টায় সুগন্ধা নদীতে মাছ ধরা নৌকার সাথে ঢাকা থেকে বরগুনা গামী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে লঞ্চের ধাক্কায় তৎক্ষনাৎ নৌকাটি দিখন্ডিত হয়ে ডুবে যায়।

 

দুর্ঘটনার পর থেকেই নৌকায় থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক নিখোজ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় সকালে ছয়টার দিকে নদীতে মাছ ধরা নৌকায় প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিলো শিশু রায়হান মল্লিক।

 

জাল ফেলার পরে নদীতে অপেক্ষমান থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়।লঞ্চের ধাক্কায় নৌকাটি সেখানেই ডুবে গেলে সেই জেলে সাতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশুটি নদীতে নিখোজ হয়ে যায়।

সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত নলছিটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট শিশুটির সন্ধানে কাজ করছে,এখনো শিশুটির কোনো সন্ধান পাওয়া যায় নি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ