প্রতিনিধি 30 April 2025 , 12:37:01 প্রিন্ট সংস্করণ
রাশেদ রাসু, নড়াইল :
নড়াইলের কালিয়া উপজেলায় ১৩টি মামলার আসামি সবুজ মোল্যা (৪৫) কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বিষয়টি বুধবার (৩০ এপ্রিল) সকালে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সবুজ মোল্যাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি রামদা, ১০টি বল্লম, একটি হকিস্টিক, একটি বহুমুখী হেলমেট এবং বিপুল সংখ্যক ক্যাপ ও মুজিব টি-শার্ট উদ্ধার করা হয়।
ওসি শাহ্ দারা খান আরও জানান, সবুজ মোল্যার বিরুদ্ধে একাধিক মামলার এজাহার রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।