প্রতিনিধি 26 November 2024 , 10:26:03 প্রিন্ট সংস্করণ
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিপ্লবে বিপ্লব হয়ে যায় কিন্তু কিছু লেজ থেকে যায়। এই লেজগুলোই পতিত হয়ে দেশে বিশৃঙ্খলা ও শয়তানি শুরু করে। আমরা বিএনপি এদের বিরুদ্ধে আছি, থাকবো এবং লড়াই করবো। গণতন্ত্র ফিরিয়ে আনবো।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর ) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সমসাময়িক কালে আমরা বেশ কয়েকটি বিপ্লব দেখেছি। একটা দেখেছি শ্রীলঙ্কায়, ইরাকে, মিশরে। এ ধরনের গণঅভ্যুত্থানের পর যেখানে পুলিশ থাকে না সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক।
তিনি আরও বলেন, ১৬ বছর শেখ হাসিনা সরকারের আমলে আমাকে মামলা দিয়েছিলেন। এসব মামলা আমি কখনোই মেনে নেইনি। তারা যে অন্যায় করেছে তাদের শাস্তি তারা নিজেই পেয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দ্বিতীয় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছে রংপুর মহানগর বিএনপি ফুটবল একাদশ ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি একাদশ।