অন্যান্য

লরেন্স এখন ‘কমলা’, ভারতের কুম্ভমেলায় স্টিভ জবসের স্ত্রী

  প্রতিনিধি 12 January 2025 , 1:09:34 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

আগামীকাল সোমবার ভারতে শুরু হচ্ছে ধর্মীয় উৎসব কুম্ভমেলা। ছয় সপ্তাহের এই হিন্দুধর্মীয় উৎসবে ৪০ কোটি পূণ্যার্থী অংশ নেবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসব উপভোগ করতে পারেন অনেকেই।এবার সেই বিশাল আয়োজনের সাক্ষী হতে ভারতে গেলেন আমেরিকান প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন্স পাওয়েল জবস।হিন্দুস্তান টাইমস বলছে, ভারতে হিন্দু ধর্ম অনুসারে লরেন্সকে একটা নামও দেওয়া হয়েছে। তা হলো ‘কমলা’।শনিবার মন্দিরের গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করতেও দেখা যায় লরেন্সকে। যাবতীয় প্রথা ও রীতিনীতি মেনে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেন তিনি।

 

প্রতিবেদন বলছে, মন্দিরে পুজো দিতে আসা এই বিদেশিনী পরনে ছিল সম্পূর্ণ ভারতীয় পোশাক গোলাপী রঙের কুর্তি। এছাড়া মাথা ঢাকা ছিল সাদা ওড়নায়। তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলা মহাকুম্ভ মেলায় অংশ নেবেন লরেন্স।ভারতের নিরঞ্জনী আখড়ার কৈলাশানন্দ গিরি মহারাজ বলেন, আগামী কয়েকটা দিন মহাকুম্ভেই থাকবেন লরেন্স। গঙ্গাস্নান করবেন বলেও তিনি পরিকল্পনা করেছেন।

 

প্রসঙ্গত, মহাকুম্ভ মেলা শুরু হবে ১৩ জানুয়ারি থেকে। মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি প্রতি ১২ বছর পর পর আয়োজিত হয়। এ বছর যমুনা নদীর তীরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের শিল্পোন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্ত নন্দী।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ