প্রতিনিধি 12 June 2025 , 11:25:21 প্রিন্ট সংস্করণ
রিটন কুমার নাথ বিশেষ প্রতিনিধি বান্দরবান
বান্দরবানের লামা উপজেলায় সাদিয়া আক্তার (২৭) নামে এক নারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) কক্সবাজার সদর হাসপাতালে পরীক্ষার সময় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সাদিয়া লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের মেয়ে।
জানা গেছে, কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা অনুভব করায় সাদিয়া লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত পরীক্ষার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।
রিপোর্ট পাওয়ার পর দ্রুত তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সতর্কতা অবলম্বন করে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের বিষয়ে নজরদারি শুরু করেছে।
এদিকে এ ঘটনার পর এলাকাবাসীর মাঝে কিছুটা উদ্বেগ দেখা দিলেও, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।