মোঃজাহাঙ্গীর আলম রিকো
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামে এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে বাড়ীতে নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ অডিও ফাঁস হয়। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির ওই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধক্ষ্য আরিফ হাসান জজ একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য কমিজ উদ্দিনকে বাইরে না থেকে বাড়িতে থাকতে বলেন। শর্ত হিসেবে ১০ লাখ টাকা চান তিনি। কমিজের সাথে বিভিন্ন সময়ে ২ মিনিট ৫৮ সেকেন্ড, ১৯ মিনিট ৩০ সেকেন্ড ও ৬ মিনিট ৪৫ সেকেন্ড কথা বলেন আরিফ। কথা বলার সময় টাকা চান ও বিভিন্ন পরামর্শ দেন।
ফাঁস হওয়া অডিওতে আরিফ বলেন, ‘ইউনিয়ন থেকে থানা পর্যায়ের নেতাদেরকে টাকা দিতে হবে। যে নেতাকে টাকা দেওয়া হবে সেই নেতা বলে দিবে যে কমিজের বাড়ি যে যাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এখন আওয়ামী লীগের নামে কোনো মামলা হবে না। আমি এমনভাবে কাজ করবো আপনি বাড়িতে থাকবেন।
অপরপ্রান্ত থেকে কমিজ টাকা কমানোর কথা বলেন। কাকে টাকা দিতে হবে জানতে চান। এ সময় আরিফ বলেন আপনাকে এটুকু কনফিডেন্স দিতে পারি। ১০ লাখ টাকা লাগবে। আপনি বাড়িতে বউ, বাচ্চা নিয়ে থাকবেন, খালি হাটবাজার আসবেন না। নামাজ কালাম পড়বেন। আপনার বাড়ি যদি কোনো লোক যায় হাম্বার করে ১০ মিনিটের মধ্যে পুলিশ চলে যাবে। পুলিশি কোনো হামলা হবেনা।’ কুমিল্লার শ্বশুড়বাড়িতে কমিজ আছেন জানিয়ে বলেন বিএনপির বড় লিডার আছে এরা যদি সহযোগীতা করে তাহলে ঠিক আছে। এ সময় আরিফ বলেন পাটগ্রামের রাজনীতি দুই গ্রæপ। দুই গ্রæপকে চেইন করবো। ১ লাখ নিজে খাবো। ৯ লাখ বিভিন্নজনকে ম্যানেজ করবো।
এ সময় আরিফ উপজেলাসহ বিভিন্ন স্থরের বিএনপির নেতাদের নামে আপত্তিকর কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের অডিও ফাস হওয়ায় ৩ জানুয়ারি উপজেলা বিএনপির আহŸায়ক আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্মসাধারণ আহŸায়ক শপিকার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করে আরিফ হাসান জজকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিনের সাথে অবৈধ টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে মারাত্মকভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ৫ আগস্টের পর বিভিন্ন উষ্কানিমূলক কথা, চাঁদাবাজি, ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো নানা ধরণের কর্মকান্ডে লিপ্ত রয়েছেন। এসব অভিযোগে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধক্ষ্য পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিনের সাথে ও বহিষ্কৃত বিএনপির ইউনিয়ন নেতা আরিফ হাসান জজের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। উপজেলা বিএনপির আহŸায়ক আব্দুল করিম প্রধান বলেন, ‘অবৈধ টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আরিফ হাসান জজকে বহিষ্কার করা হয়েছে।