অন্যান্য

লালমনিরহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেফতারঃ

  প্রতিনিধি 18 March 2025 , 8:51:24 প্রিন্ট সংস্করণ

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

 

লালমনিরহাটে ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।অভিযান পরিচালনা করে তাদের সাথে থাকা ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়েছে।

 

সোমবার (১৭ মার্চ) ভোর রাতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়িহাট রোড সাকোয়া টিকটিকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডল অস্ত্র ও মাদক উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতার ব্যক্তিরা হলো, ঢাকা জেলার ধামরাই থানার বাংগোলা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৮), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের ছোট সাকরাইল এলাকার সুদেব হালদার এর ছেলে লিটন হালদার (২৭), একই থানার খালিশা গ্রামের মোঃ আজিজের ছেলে আসলাম (৩৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার কুলাঘাট-বড়বাড়ি হাট রোডে সাকোয়া টিকটিকির মোড় এলাকায় পাকা রাস্তায় সোমবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১টি ইউএসএ পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি নোহা মাইক্রোবাস সহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

লালমনিরহাট সদর থানার( ওসি) তদন্ত বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী পিস্তল ও মাদকদ্রব্য এবং মাইক্রোবাস সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ