প্রতিনিধি 16 January 2025 , 1:26:42 প্রিন্ট সংস্করণ
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিহাটের কালীগঞ্জে বৈদ্যুতিক শর্ট খেয়ে আবু বক্কর (৫৫) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
সরে জমিনে জানা যায়, আবু বক্কর পাশের গ্রামে দিন মজুরের কাজ করতে যান। কাজের সময় তারপাশে একটি পানির পাম্পের বৈদ্যুতিক লাইনের টানা থাকায় তিনি লাইনটি হাত দিয়ে সরাতে যান। এসময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার এই মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।