প্রতিনিধি 28 June 2025 , 11:20:56 প্রিন্ট সংস্করণ
মোঃ মতিউর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গীদালের তাপতি এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এক প্লাবন নামে এক যুবকের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর-বড়বাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম জাকারিয়া প্লাবন (২৪)। তিনি কালীগঞ্জ উপজেলার শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে। আহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার কেটকীবাড়ী এলাকার আবুল কালামের ছেলে মোথির মোহাম্মদ ফুয়াদ (২২), এবং পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার মোখলেছার রহমানের ছেলে আতিকুর রহমান রিজু (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ১ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং দুজন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং আহত অপর দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার একজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ও অন্যজনকে রংপুর মেডিকেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাদল চন্দ্র বলেন, মোটর সাইকেলের একজন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং অপর দুইজন আহত হয়েছেন।