প্রতিনিধি 8 February 2025 , 1:38:40 প্রিন্ট সংস্করণ
মোঃজাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ঠিকাদার জাহিদুল ইসলাম সজিবকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) বিকালে হাতীবান্ধা উপজেলার হাটখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত, জাহিদুল ইসলাম সজিব হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।
পুলিশ সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা জাহিদুল ইসলাম সজিবকে আটক করা হয়। সজিবের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানান পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী বলেন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খোঁজখবর নিয়ে জানানো হবে।