অন্যান্য

লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রাণবন্ত কর্মীসভা অনুষ্ঠিত।

  প্রতিনিধি 15 August 2025 , 5:36:44 প্রিন্ট সংস্করণ

oplus_2

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল
লালমোহন উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক প্রাণবন্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের জুলুম ও নির্যাতনের পর মুক্ত পরিবেশে এ কর্মীসভা আয়োজন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম চৌধুরী এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক কামরুজ্জামান হীরা। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুনতাসির চৌধুরী রবিন।
বক্তারা বলেন, “বিগত ১৭ বছরে বহু প্রতিকূলতা, জুলুম ও নির্যাতন সহ্য করে আমরা আজ নতুন উদ্যমে একত্রিত হয়েছি। ঐক্য ও ত্যাগের মাধ্যমে আগামী দিনে আরও শক্তিশালী ও গতিশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী।
সভার শুরুতে মঞ্চ ফুলের সমারোহ ও রঙিন সাজসজ্জায় সজ্জিত হয়, যা অনুষ্ঠানে আগত অতিথি ও নেতাকর্মীদের প্রাণবন্ত করে তোলে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ