অন্যান্য

লুটপাট করতে করতে দেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে,ড.মিজানুর রহমান আজহারী 

  প্রতিনিধি 4 January 2025 , 5:14:59 প্রিন্ট সংস্করণ

 

 

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার(যশোর):

যশোর আদ দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের সবচেয়ে বড় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের এই বিশাল মাহফিলে দেশের বিখ্যাত ছয় আলেম বায়ান পেশ করেন। মাহফিলের তৃতীয় দিন তিন জানুয়ারী শুক্রবারে ওয়াজ করেন শাইখ আহমাদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারী।

বক্তব্যে ড. মিজানুর রহমান আজহারি বলেন ,স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ।তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে ৩ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এ দেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে।ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না, সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না।এজন্য কোরআনের আইন চাই। যশোরে বিশাল এই মাহফিলে প্রায় পঁচিশ লাখ মানুষের সমাগম ঘটে। প্রত্যেক উপজেলা আগত মুসল্লিদের হাত তুলতে বলেন ডক্টর মিজানুর রহমান আজহারী এতে মণিরামপুর উপজেলা থেকে সবথেকে বেশি লোক মাহফিলে এসেছে বলে জানান মিজানুর রহমান আজহারী।

এছাড়াও মাহফিলে বিশ্বজয়ী হাফেজদের কোরআন তেলাওয়াত সহ দেশ বরেণ্য ইসলামী শিল্পীরা নাশিদ পরিবেশন করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ