অন্যান্য

লেগেছে ভালোবাসা দিবসের হাওয়া

  প্রতিনিধি 12 December 2024 , 1:39:58 প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক

 

হলিউড–বলিউডে আগেই জানিয়ে দেওয়া হয় ভালোবাসা দিবসের সিনেমা-সিরিজ মুক্তির তালিকা। শুধু তা–ই নয়, তরুণদের আরও বেশি আগ্রহী করতে বছরজুড়ে ভালোবাসা দিবসের কনটেন্ট প্রচারণায় সরব থাকে প্রযোজনা প্রতিষ্ঠানও। এসব আলোচনায় দেশের ওটিটি বা ঢালিউড পিছিয়ে থাকলেও সম্প্রতি সেই হাওয়া লেগেছে ওটিটিতে। ছোট পর্দায় তো আগে থেকেই ছিল। গত মঙ্গলবার স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি জানান দেয় ভালোবাসা দিবসের অরিজিনাল ফিল্ম ঘুমপরীর। এই ওয়েব ফিল্মে অভিনয় করবেন প্রীতম হাসান, তানজিন তিশা ও পারশা মাহজাবীন। পরিচালনায় জাহিদ প্রীতম।

 

শুধু চরকিই নয়, অন্য সব ওটিটি প্ল্যাটফর্মও এখন আলাদা করে ভাবছে ভালোবাসা দিবস নিয়ে। এই সময়ে দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিতে কেউ কেউ উৎসবের আয়োজন পর্যন্ত করে থাকেন। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, হলিউড–বলিউডে ওটিটিগুলো ভালোবাসা দিবসের কাজগুলোকে আলাদা গুরুত্ব দেয়। সেই পথে এগিয়ে চলেছে চরকি।রেদওয়ান রনির ভাষ্য, ‘পুরো পৃথিবীতে অল্প কিছু শাশ্বত বিষয়ের মধ্যে ভালোবাসা অন্যতম। বাংলাদেশে এই আনন্দটা আরও বেশি। কারণ, বিশ্ব ভালোবাসা দিবসের আগে রয়েছে পয়লা ফাল্গুন। সব মিলিয়ে মানুষের মনের সেই ভালোবাসার আবহটাকেই আমরা বাড়িয়ে দিতে চাই গল্প বলার মাধ্যমে। তরুণ, যুবক, মাঝবয়সী—সব দর্শক যেন ভালোবাসার উদ্‌যাপন করতে পারেন, সেটা আমরা নিশ্চিত করতে চাই।’চমক ধরে রাখতে কেউ কেউ আবার কনটেন্টের নাম এখনই বলতে চান না। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের প্রধান মোহাম্মদ আবু নাসিম বলেন, ‘আমাদের বেশ কিছু শিডিউল সাম্প্রতিক পরিস্থিতির কারণে পিছিয়েছি। শুটিংও স্থগিত হয়েছে। ভালোবাসা দিবস নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। দর্শক এই সময়ে যে ধরনের কনটেন্ট পছন্দ করেন, সেটাই অগ্রাধিকার পাবে।’শুধু ওটিটি নয়, ইতিমধ্যে ভালোবাসা দিবসের জন্য ব্যস্ত টেলিভিশন ও ইউটিউব চ্যানেলগুলো। লাইভটেকসহ তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, এই সময়ে শতাধিক নাটক প্রচারিত হবে। ইতিমধ্যে ব্যস্ততা শুরু হয়ে গেছে। প্রযোজক তামজিদ উল আলম বলেন, ‘পাঁচ–সাত বছর ধরে ভালোবাসা দিবস উৎসবের মতো একটি ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে। এই সময়কে লক্ষ্য করে শতাধিক নাটক নির্মিত হয়। জনপ্রিয় সব তারকারা এই সময়ে ভালোবাসা দিবসের জন্য আলাদা প্রস্তুতি নিয়ে থাকেন, যা ভীষণ ইতিবাচক।’

 

সময়ের ব্যস্ত তারকাদের মধ্যে অপূর্ব, তৌসিফ, জোভান, খায়রুল বাসার, মুশফিক ফারহান, ইয়াশ রোহান, আরশ খান এবং অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণ, সাফা কবির, জান্নাতুল হিমি, কেয়া পায়েল, তানিয়া বৃষ্টি, তটিনী, সামিরা খানসহ একাধিক অভিনয়শিল্পী ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত।ভালোবাসা দিবসের নাটক ‘মন দিওয়ানা’র শুটিং নিয়ে গতকাল বুধবারও ব্যস্ত ছিলেন তৌসিফ মাহবুব। নাটকে তাঁর সহশিল্পী তটিনী। এটি সিএমভিতে প্রচার হবে। এর পরিচালক হাসিব হোসেন। শুটিং থেকে তৌসিফ বলেন, ‘ভালোবাসা দিবসের নাটক নিয়ে সব সময়ই ভক্তদের আলাদা আগ্রহ থাকে। যে কারণে একটু প্রস্তুতি নিয়েই নাটকগুলোতে অভিনয় করি। একটি নাটক সময় নিয়ে করতে পারলে ভালো হতো। সবার আবদার মেটাতে একাধিক নাটকের কাজ করতে হয়। সব কটিতেই গল্প ও চরিত্রে গুরুত্ব দিচ্ছি। কাজগুলো নিয়ে অনেক বেশি আশাবাদী।’

 

মেহজাবীন চৌধুরী জোভানের সঙ্গে ২০১৮ সালের বেস্ট ফ্রেন্ড করেছিলেন। ভালোবাসা দিবসের সেই নাটকের সিকুয়েল নিয়েই ফিরছেন। নাটকটি নিয়ে মেহজাবীন বলেন, ‘মাঝখানে নাটকে খুব একটা সময় দিতে পারিনি। দর্শকের চাওয়া, তাঁরা আমাকে নাটকে দেখতে চান। এ জন্য ভালোবাসা দিবসে আমাদের আগের সেই সিকুয়েল বেস্ট ফ্রেন্ড ২ নিয়ে ফিরছি।’

 

জানা যায়, নাটকে তাঁর বোন মালাইকাও আছেন। এটির পরিচালক প্রবীর রয় চৌধুরী।

এনটিভি, বাংলাভিশনসহ একাধিক চ্যানেলের অনুষ্ঠান বিভাগের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত।

 

বেশির ভাগ চ্যানেলে তিনটি করে নাটক প্রচারিত হবে। বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান তারেক আখন্দ বলেন, ‘ভালোবাসা দিবসে দর্শক রোমান্টিক কাজ পছন্দ করেন। সেটা মাথায় রেখেই তিন দিনের আয়োজন সাজিয়েছে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ