অন্যান্য

লোনের টাকা শোধ করতে মা’কে হত্যা করেছে বোনজামাই’

  প্রতিনিধি 22 September 2024 , 12:44:44 প্রিন্ট সংস্করণ

পলাশ সোনারগাঁ (নারায়ণগঞ্জ) 

টাকা পরিশোধ করতে না পেরে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মেয়েজামাইয়ের বিরুদ্ধে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ের ঢাল থেকে মুখে গামছা বাঁধা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম (৬০)। তিনি বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার দশদোনো গ্রামের আব্দুল করিমের স্ত্রী। অভিযুক্ত ছোট মেয়েজামাই রাশেদুল ইসলাম নান্টু উপজেলার সোনারগাঁ পৌরসভার ছোট টিপর্দী এলাকার বাসিন্দা।
নিহত নারীর ছোট সন্তান সাইফুল ইসলাম বলেন, প্রতিমাসের
মতো ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য শনিবার সকালে
বাড়ি থেকে ছোট বোনের বাড়ির উদ্দেশ্যে বের হোন মা।
শনিবার ব্যাংক বন্ধ থাকলেও বোনের স্বামী ব্যবস্থা করে দিবে
বলে জানান তিনি। দিনশেষ সন্ধ্যা হয়ে গেলে মা বাসায় না
আসলে বোন জামাইকে ফোন দিলে তিনি জানান, মার সাথে
৩৩’হাজার টাকা ও গাড়িভাড়া বাবদ ২০ টাকা দিয়ে বাড়ির
উদ্দেশ্যে পাঠিয়ে দিছেন। এসময় তিনি আরও বলেন আমার
মাকে দিয়ে বোনজামাই অনেক টাকা লোন উঠিয়েছে এখন
তার অবস্থা খুব খারাপ। লোনের টাকা শোধ করতে মা’কে
বোনজামাই হত্যা করে এখানে ফেলে রেখে গেছেন। আমার
মায়ের কোনো শত্রু নেই। গত শনিবার নিখোঁজ হওয়ার
ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে
জানান তিনি অভিযুক্ত রাশেদুল ইসলাম নান্টুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি এস এম বারী বলেন, আমরা একটি মহিলার লাশ পেয়েছি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ