প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৩:৫৫ পি.এম
লোহাগড়ায় কিশোর তাজিমের উপর নির্মম নির্যাতন: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌর শহরের কুন্দশী গ্রামে তাজিম আহম্মেদ (১৭) নামে এক কিশোরকে ডেকে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার তাজিমের মা জেসমিন আক্তার রবিবার (১৬ ফেব্রুয়ারি) লোহাগড়া স্মার্ট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে একই গ্রামের ইরফান শেখ (ইমন) ও খায়ের মিয়া তার ছেলেকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তিনি চিৎকার শুনে ইমতিয়াজ হোসেন ইন্তুর বাড়িতে গিয়ে দেখেন, তোতা মিয়ার ছেলে খায়ের ও শামীম শেখের ছেলে ইরফানসহ ৫-৬ জন মিলে তার ছেলেকে নির্মমভাবে মারধর করছে।
জেসমিন আক্তার বলেন, "আমি প্রতিবাদ করলে ইমন আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারা বলে, আমার ছেলে নাকি রাত ৩টায় চুরি করতে এসেছিল। কিন্তু আমার ছেলে তো সারারাত আমার কাছেই ঘুমিয়ে ছিল! তাহলে, যদি সে চুরি করত, তবে সকাল ৮টায় ঘুম থেকে ডেকে এনে মারধর করা হলো কেন?"
তিনি আরও জানান, নির্যাতনকারী ইমন ২০১২ ও ২০১৪ সালের সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন এবং আওয়ামী লীগের সুপারিশে চাকরি পান। অন্যদিকে, খায়ের মিয়া একজন দুষ্কৃতিকারী, মাদক ব্যবসায়ী, চোর ও ছিনতাইকারী, যার বিরুদ্ধে লোহাগড়া থানায় একাধিক মামলা রয়েছে।
পরিবারের দাবি, পুলিশের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাজিমকে নির্মমভাবে নির্যাতন করে গুরুতর আহত করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাজিমের বিরুদ্ধে পুরাতন একটি জানুয়ারি মাসের পেন্ডিং মামলায় তাকে জেলে পাঠানো হয়।
মামলা নং ০৭।
সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন। তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান। তিনি গণমাধ্যম ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন, যেন তার নির্দোষ ছেলের ওপর হওয়া এই অন্যায়ের সঠিক বিচার হয়।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.