প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ১০:৫৫ এ.এম
লোহাগড়ায় ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের হামলা, জবাই করে হত্যার চেষ্টা

নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের হাফিজার মুন্সির ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম মুন্সির (৪৫) ওপর দুর্বৃত্তরা ভয়াবহ হামলা চালিয়েছে। ১০-১২ জনের একদল দুর্বৃত্ত রবিউলকে জবাই করে হত্যার চেষ্টা করলেও স্থানীয়দের উপস্থিতির কারণে তারা ব্যর্থ হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে রবিউল লোহাগড়া বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মিতালী স্কুলের কাছে পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রথমে তার গতিরোধ করে, পরে রাস্তার পাশে নিয়ে গিয়ে গুরুতর আঘাত করে। এক পর্যায়ে তাকে জবাই করার চেষ্টা করে, তবে রবিউল চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত রবিউলকে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রবিউলের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়েছে। কামটনা গ্রামের জলিল মুন্সি ও তার সহযোগীদের সঙ্গে রবিউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এর আগে তাকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল জলিল মুন্সি ও তার বংশের লোকজন।
এ ঘটনায় থানায় অভিযোেগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রবিউলের পরিবার।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.