অন্যান্য

লোহাগড়ায় রাস্তার কাজে চরম অনিয়ম, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

  প্রতিনিধি 27 June 2025 , 11:45:27 প্রিন্ট সংস্করণ

রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের নামে ফেলে রাখায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ জুন) সরজমিন ঘুরে দেখা যায়, পৌর শহরের কেন্দ্রীয় গোরস্থান ও আন-নুর কমপ্লেক্স মারকাজুলে যাওয়ার একমাত্র এই সড়কটি বেহাল অবস্থা হয়ে আছে।নির্মাণকাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইডেন এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির মালিক হিসেবে পরিচিত মোঃ রেজাউল করিম (জার্মান আলম) এর অধীনে পরিচালিত কাজগুলোর মান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

জানা গেছে, আন-নুর কমপ্লেক্স মারকাজুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিনই এই সড়ক ব্যবহার করে থাকেন। বিশেষ করে লক্ষ্মীপাশা কেন্দ্রীয় গোরস্থানে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বজন ও পথচারীদের।

স্থানীয় এক বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তাটি জরাজীর্ণ হয়ে পড়ে আছে। বৃষ্টি হলেই কাদা পানি জমে যায়, চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমি নিজেও একদিন এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম।”

আন-নুর কমপ্লেক্স মারকাজুলের একজন শিক্ষক জানান, “আমাদের প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ চলছে, বিভিন্ন সময় নির্মাণসামগ্রী বহন করতে গাড়ি নিয়ে আসতে হয়। কিন্তু এই সড়কের বেহাল অবস্থার কারণে আমাদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদেরও যাতায়াতে চরম সমস্যা দেখা দিয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া পৌরসভার প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) রতন কুমার রায় বলেন, “রাস্তাটির বিষয়ে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে ইতিমধ্যে তলব করেছি। তারা জানিয়েছে, জুন মাসের ক্লোজিংয়ের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামী জুলাই মাসের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে।”

তবে এলাকাবাসীর অভিযোগ, সময়মতো কাজ শেষ না হওয়া, রাস্তায় পর্যাপ্ত মাটি ও খোয়ার পরিবর্তে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং খোঁড়া রাস্তা অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখা — এসবই জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসী দ্রুত মানসম্মতভাবে রাস্তার কাজ শেষ করার আহ্বান জানিয়ে বলেন, “মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটির এমন দুরবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ