অন্যান্য

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

  প্রতিনিধি 27 August 2025 , 5:21:09 প্রিন্ট সংস্করণ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন
নড়াইলের লোহাগড়া পৌরসভার ১ নম্বর পার ছাতড়া মৌজায় সরকারি জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শাহাবুদ্দিন ও চান মিয়ার বিরুদ্ধে।এতে ভুক্তভোগী শিরিনা খাতুনসহ শতাধিক পরিবার  বর্তমানে বাড়ি থেকে বের হতে না পেরে চরম ভোগান্তির শিকার হয়েছেন।
ভুক্তভোগী শিরিনা খাতুনসহ বেশ কিছু পররিবার ঘটনায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিরিনা খাতুনের বসতবাড়ি ৩৯৮ নম্বর দাগে অবস্থিত। তিনি পূর্বে সরকারি রাস্তা (বি আর এস ৩৭০ নম্বর দাগ, ২১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি) ব্যবহার করে যাতায়াত করতেন। কিন্তু হঠাৎ করেই প্রতিবেশী সাহাবুদ্দিন ও চান মিয়া ওই সরকারি জমিকে নিজেদের দাবি তুলে দখল করে চলাচলের পথ বন্ধ করে দেন।
শিরিনা খাতুন বলেন, সরকারি জায়গা দিয়ে যাতায়াত ছাড়া আমার বাড়ি থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। এখন আমি ঘরবন্দি হয়ে পড়েছি। মানবিক কারণে যেন আমাকে ওই সরকারি জায়গাটি রাস্তা হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উক্ত সরকারি জমিটি রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে ব্যক্তিগত মালিকানা দাবি তুলে প্রতিবেশীরা রাস্তা বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগী পরিবার মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে।
অভিযুক্ত সাহাবুদ্দিন ও চান মিয়া দাবি করেন, এটি আমাদের পারিবারিক রাস্তা এবং আমাদের নিজস্ব সম্পত্তি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র বলেন, “বিষয়টি অবগত হয়েছি। নায়েবের মাধ্যমে তদন্ত করে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ