প্রতিনিধি 2 November 2024 , 2:54:34 প্রিন্ট সংস্করণ
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
শত বছরের প্রকৃতি ধরে রাখতে চড়ুই বাতি ও ম্যজিক শু আয়োজন করেছে নয়নপুর আইডিয়াল পাবলিক স্কুলে।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দঃধনুয়া গ্রামে নয়নপুর আইডিয়াল পাবলিক স্কুলের সৌজন্যে চড়ুই বাতি ও ম্যজিক শু আয়োজন করেছে আজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা জনাব এনামুল হক মনি, এ সময় স্কুলের সকল শিক্ষকদের সাথে ও শিক্ষার্থীর শুভেচ্ছা বিনিময় করেন।স্কুলের প্রধান শিক্ষক জনাব কফিল উদ্দিন মাষ্টার বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করে বলেন আমাদের মাঝ থেকে অনেক প্রকৃতি হারিয়ে গেছে। সেই প্রেক্ষা পট থেকে সকল ছাত্র ছাত্রীর মাজে আজকে আজকে এই চড়ুই বাতি ও ম্যজিক শু আয়োজন করা হয়েছে। ম্যজিক শিল্পী ছিলেন প্রিন্স মাহমুদ।যাদু শিল্পী সকল ছাত্র ছাত্রীদের মাঝে অনেক বিনোদন ও সাংস্কৃতিক দেখিয়ে আনন্দ দেয়।এবং সবাই চড়ুই বাতি উপলক্ষে একটি বিরিয়ানি ভোজের আয়োজনে অংশ গ্রহন করে সাবাই আনন্দিত হয়ে নয়নপুর আইডিয়াল পাবলিক স্কুল কে ধন্যবাদ জানান।