অন্যান্য

শর্টস পরে কটাক্ষের শিকার পঁয়ষট্টির নীনা

  প্রতিনিধি 23 August 2025 , 7:27:24 প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী নীনা গুপ্তা আবারো প্রমাণ করলেন বয়স কেবলই সংখ্যা, আত্মবিশ্বাসই সব। পোশাক নিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন ৬৫ বছরের নীনা। তবে এসবে গুরত্ব দিতে নারাজ এই অভিনেত্রী। এবার প্রকাশ্যে নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন তিনি।

গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নীনা গুপ্তা। তাতে দেখা যায়, বিমাবন্দরে শর্টস পরে সোফায় বসে খাবার খাচ্ছেন নীনা। ভিডিওর ক্যাপশনে নীনা লেখেন—“শর্টস ওয়ালি দেশি গার্ল।” এ ভিডিওকে কেন্দ্র করে ধেয়ে আসে নেটিজেনদের নেতিবাচক মন্তব্য।

এ পোস্টে একজন লেখেন, “সবই তো ভালো। দয়া করে নিজের হাঁটু দুটো এভাবে দেখাবেন না। আপনার হাঁটুর অবস্থা মোটেই ভালো নয়। আমরা কখনো আমাদের মা, দিদাদের এভাবে পা দেখাতে দেখিনি।” এমন মন্তব্য যখন একের পর এক আসছে, তখন নীনাকে সমর্থন জানিয়ে একজন লেখেন, “একজন নারী কীভাবে আরেকজন নারীকে এভাবে অপমান করতে পারেন?”

এই মন্তব্য নীনার দৃষ্টি এড়ায়নি। অনুরাগীদের আশ্বস্ত করে এই অভিনেত্রী লেখেন, “চিন্তা করবেন না। এসব মন্তব্য যারা করছে, তারা আসলে হিংসুটে। তাদের তো এত সুন্দর চেহারা নেই। এসব নিয়ে এত ভাবার দরকার নেই।”

ব্যক্তিগত জীবনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন নীনা গুপ্তা। কারণ আশির দশকে ক্যরিবিয়ান ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সময়ে এ জুটির চর্চিত প্রেম কাহিনি বহুবার সংবাদ শিরোনাম হয়েছে। ১৯৮৯ সালে ভিভের সঙ্গে বিয়ে না করেই তার সন্তানের জন্ম দেন। তারপর শুরু হয় এ অভিনেত্রীর নতুন লড়াই। তবে জীবনের হাল ছাড়েননি তিনি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ