হৃদয় চন্দ্র
পটুয়াখালীর বাউফলে মিষ্টি নিয়ে শশুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ইকবার হোসেন (২৫) নামের এক নববিবাহিত তরুণ নিহত হয়েছেন। এসময় তার বন্ধু মোহাম্মদ শুভ (২২) ও মো. শাওন (২২) আহত হয়েছেন।
সোমবার (০৯ডিসেম্বর) বিকেলে উপজেলার নুরাইনপুর বাজার সংলগ্ন এলাকায় ইকবাল হোসেন এর মোটরসাইকেলের সাথে অবৈধ মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মাহেন্দ্রা ট্রলি ও ট্রলি চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।
নিহত ও আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা৷ এ সময় আহত অবস্থায় ইকবাল ও তার বন্ধুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।
আহত মো. শাওন জানান, নিহত ইবকাল হোসেন একটি ডেভলপার কোম্পানিতে চাকুরি করেন। তিনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রুকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে। দুইদিন আগে শুক্রবার পাশের গ্রামের বীথির সাথে তার বিয়ে হয়। শাওন ও শুভকে নিয়ে শশুর বাড়ি যাওয়ার জন্য নুরাইনপুর বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলেন ইকবাল। এসময় দুর্ঘটনায় আহত শুভ গাড়ি মোটরসাইকেল চালাচ্ছিলেন৷
ইকবাল নিহত হয়েছেন নিশ্চিত করে পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি ট্রাক পার্কিং করা ছিলো। ট্রাকটির পাশদিয়ে ওভারটেক করে যাওয়ার সময় ভুক্তভোগীদের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ইকবালের মাথায় গুরুতর জখম হয়। বরিশাল হাসপাতালে পৌঁছালে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। নিহত ইকবালের বন্ধু শাওন ও শুভ চিকিৎসাধীন আছেন বলেও জানায় পুলিশ।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার মাহেন্দ্রা ট্রলি ও মোটরসাইকেল থানা হেফাজতে আছে। ট্রলি চালককেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।