প্রতিনিধি 24 August 2025 , 4:29:02 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার
মাগুরার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও মেধাবী ছাত্রনেতা শহীদ আবু তৈয়ব মোল্যার ২য় শাহাদাৎ বার্ষিকী গতকাল যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শহীদ তৈয়বের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট খান রোকনুজ্জামান, জেলা বিএনপি সদস্য নাজমুল হাসান লিটন ও মনিরুজ্জামান চকলেট, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা, মহম্মদপুর উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, দক্ষিণ মাগুরা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওলিয়ার রহমান মাস্টারসহ বিশিষ্ট নেতৃবৃন্দ।
রাজাপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মোসলেম বিশ্বাস, বিনোদপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক সৌজন সাহা, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শহীদ তৈয়ব মোল্লার পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার চাচা গোলাম রব্বানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ তৈয়বের পিতা, রাঢ়ীখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ। এছাড়া সাবেক আইন মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং মাগুরা জেলা যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী প্রমুখও উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ আবু তৈয়ব মোল্যার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বিচারের জন্য জোরালো দাবি জানান।