অন্যান্য

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত ও বইমেলা

  প্রতিনিধি 30 May 2025 , 9:51:09 প্রিন্ট সংস্করণ

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত ও বইমেলা

পঞ্চগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং বইমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে ২০২৫) সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত বইমেলাটি ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। বইমেলায় জাতীয়তাবাদী দর্শন, ইতিহাস, রাজনীতি ও শহীদ জিয়ার জীবনভিত্তিক বই স্থান পায়।

আলোচনা সভায় পঞ্চগড় জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদ জিয়া ছিলেন স্বাধীন বাংলাদেশের অন্যতম স্থপতি এবং জাতির চেতনাবোধের প্রতীক।

আলোচনার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ