অন্যান্য

শহীদ বিশালের বাড়ি পরিদর্শন করেন পাঁচবিবির নবাগত ইউএনও

  প্রতিনিধি 16 March 2025 , 2:49:19 প্রিন্ট সংস্করণ

মোঃ মাফিজুল ইসলাম

 

জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাট শহরে মৃত্যবরণ করা শহীদ বিশালের বাড়ি সরেজমিন পরিদর্শন করেন নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। কিছুদিন পূর্বে উপজেলা প্রশাসনের অর্থায়নে ২’রুম বিশিষ্ট সেমি-পাকা একটি বাড়ির চাবি শহীদ পরিবারের হাতে তুলে দেন রাজশাহী কমিশনার। শনিবার বিকালে শহীদ বিশালের বাড়িতে যান নির্বাহী অফিসার মহদোয়। এসময় তিনি শহীদ বিশালের আত্মার মাগফেরাত কামনা করেন এবং জুলাই-আগষ্টের শহীদ পরিবারের খোঁজ খবর নেন। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

গত ৪ আগষ্ট/২৪ জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে মোঃ নজিবুল সরকার বিশাল শহীদ হয়। ফ্যাসিষ্ট হাসিনা সরকার হটাও আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ বিশাল উপজেলার রতনপুর গ্রামের সেলোমেশিন মিস্ত্রী আব্দুল মজিদুল সরকারের বড় ছেলে। জীবনদসায় বিশাল পাঁচবিবির নাকুরগাছি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে একাদ্বশ শ্রেণীতে পড়ালেখা করত।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ