অন্যান্য

শাটডাউন প্রত্যাহারে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক, ফিরে এলো কর্মচাঞ্চল্য

  প্রতিনিধি 30 June 2025 , 6:41:41 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করায় স্বাভাবিক হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। সোমবার (৩০ জুন) সকাল থেকে বন্দরে ফের শুরু হয়েছে পণ্য ওঠানামা ও প্রক্রিয়াকরণ কার্যক্রম। এতে করে বন্দরে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য এবং ব্যবসায়ীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।

বন্দরে কর্মরত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে রপ্তানির জন্য তিনটি ট্রাকে করে মোট ৬৬ মেট্রিক টন আটা এবং দুটি পিকআপে করে হিমায়িত মাছ বন্দরে আনা হয়েছে। ইতোমধ্যে এসব পণ্যের কাগজপত্র যাচাই ও অনুমোদনের কাজ সম্পন্ন করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, রোববার শাটডাউনের কারণে কোনো পণ্য রপ্তানি করা সম্ভব হয়নি। এতে তারা লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শুধু ব্যবসায়ী নয়, সরকারও রাজস্ব হারিয়েছে বলে জানান তারা।

এসময় তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়। তাই দেশের অর্থনীতির স্বার্থে এবং ব্যবসায়িক স্বাভাবিকতা বজায় রাখতে বন্দরগুলোকে আন্দোলনের আওতার বাইরে রাখার আহ্বান জানান তারা।

তবে শাটডাউনের সময়ও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ