অন্যান্য

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

  প্রতিনিধি 31 August 2025 , 2:46:27 প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার থেকে তোতা মিয়া (৬৫) নামের এক মানসিক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে পাথারিয়া বাজারের ইসকন মন্দির মার্কেটের সামনে ওই লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

নিহত তোতা মিয়া দিরাই উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে বাজারে পড়ে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়ন বিট অফিসার এসআই ঈসমাল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরবর্তীতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তোতা মিয়ার লাশ গ্রহণ করেন তার আপন ভাতিজা আব্দুস ছুবান।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ