রিটন কুমার নাথ
বিশেষ প্রতিনিধি বান্দরবান।
বান্দরবান বালাঘাটা শারদীয় দুর্গোৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে বিশেষ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ ইকবাল বান্দরবান পৌরসভা প্রশাসক, উপস্থিত ছিলেন বালাঘাটা শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমিটির সভাপতি বাবু প্রিয়তোষ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন বাবু নিপুর দাশ বালাঘাটা দুর্গাপূজা উদযাপন পরিষদ।উপস্থিত ছিলেন বান্দরবান ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ নাসির উদ্দিন, বালাঘাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবু তাহের সাধারণ সম্পাদক শামসুল আলম,এবং ডাক্তার নির্মল বিশ্বাস , নীরোদ চৌধুরী, সুভাষ কান্তি দাস, জসীমউদ্দীন সভাপতি ১ নং ওয়ার্ড বিএনপি , এবং অন্যান্য ব্যক্তিবর্গ এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন ।
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটি বালাঘাটা বাজার হয়ে বালাঘাটা শ্রী শ্রী কালী মন্দিরে গিয়ে শেষ হয়।
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথি বাজারের ড্রেনের আশে পাশে ময়লাগুলো না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ করেন।
যেখানে সেখানে ময়লা ফেললে পানি জমা হয়ে ডেঙ্গু সহ বিভিন্ন রোগীর সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান। তাই সচেতন থাকতে হবে আমাদের। এ শহর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বান্দরবান পৌরসভার প্রশাসক বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দির এর আশেপাশ সহ বিভিন্ন রাস্তাঘাট ও ড্রেনের উন্নয়ন কাজের পরিদর্শন করেন।