প্রতিনিধি 22 June 2025 , 1:00:04 প্রিন্ট সংস্করণ
শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শার বেনাপোল গামী আন্ত নগর ট্রেনের সাতক্ষীরা জেলার সংযোগ স্থল, ঝিকরগাছা উপজেলা ও শার্শা উপজেলার বানিজ্যিক এলাকা নাভারণ রেল স্টেশনে বিরতি (স্টপিজ) দেওয়ার দাবীতে নাভারন রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাধারণ মানুষ! এসময় তারা বেনাপোলগামি বন্ধন এক্সপ্রেস থামিয়ে তাদের দাবি তুলে ধরেন।
শনিবার (২২ জুন) দুপুর দুইটার দিকে রেলস্টেশনে প্রায় ১ ঘণ্টা চলে এ কর্মসূচি।
এ সময় মানববন্ধনে অবস্থানকারিরা ব্যানার নিয়ে দুইপাশের প্লাটফর্ম ও রেললাইনের ওপরে অবস্থান করেন। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ট্রেনটি বেনাপোল উদ্দেশে ছেড়ে যায়।
কর্মসূচিতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক ওয়াসি উদ্দিন,শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খাঁন বক্তব্য রাখেন।