প্রতিনিধি 13 March 2025 , 10:02:42 প্রিন্ট সংস্করণ
মোঃইকরামুল হোসেন
মাগুরা জেলার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে রাজনৈতিক দলাদলি ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে থানা বিএনপির প্রচার সম্পাদক ওহিদ মোল্যা ও স্থানীয় আওয়ামী লীগের মেম্বার জসিম মোল্যার দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিউজ সংগ্রহের সময় দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক শালিখা উপজেলা প্রতিনিধি ফুটেজ সংগ্রহ করতে গেলে জসিম মোল্যার সমর্থক আনারুল ও তার সংগীয় আজগার,হাবিব সহ অঙ্গাত ১০ থেকে ১৫ জন সাংবাদিকের হাতের ক্যামেরায় আঘাত করে ধারালো অস্ত্র সহ এতে তাহার হাতের একটি আংগুল কেটে রক্তাক্ত অবস্থায় সাংবাদিক সরে পরলে পরবর্তীতে তারা অফিসের গ্লাস ও সার্টার ভাংচুর সহ নিউজ সংগ্রহ এর ল্যাপটপ সহ অনেকে প্রয়োজনীয় জিনিষপত্র ক্ষতিগ্রস্ত করে চলে যায়৷ উক্ত সংঘর্ষে ওহিদ মোল্যা গ্রুপের ১০ জন গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছে৷ এছাড়াও আরও ১০-২০ জন কিঞ্চিৎ আহত হয়েছেন৷ অন্যদিকে জসিম মোল্যার সমর্থক ২ জন আহত অবস্থায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে৷ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গ্রামে এখনো সংঘর্ষের আশঙ্কা রয়েছে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে৷