ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার
মাগুরা:
মাগুরা জেলার শালিখা উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরুশুনা গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তবে আদর্শিক প্রেরণা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে অনুপ্রাণিত হয়ে তিনি জামায়াতের পতাকাতলে আসার সিদ্ধান্ত নেন।
যোগদান উপলক্ষে তিনি বলেন, “জামায়াতের আদর্শ আমার হৃদয়কে নাড়া দিয়েছে। আমি বিশ্বাস করি এ দলের মাধ্যমে জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারব।”
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও করমর্দন করেন নজরুল ইসলাম। জেলা আমিরও তাকে জামায়াত পরিবারের অংশ হিসেবে স্বাগত জানান।
স্থানীয় রাজনৈতিক মহলে নজরুল ইসলামের এ যোগদানকে শালিখার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।