অন্যান্য

শাহজাদপুরে ড্রামট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

  প্রতিনিধি 16 November 2024 , 3:38:45 প্রিন্ট সংস্করণ

 

মো: মোসলেম উদ্দিন

 

 

 

শাহজাদপুর: উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর সোয়া তিনটার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের গাঁড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- একই উপজেলার বনগ্রামের দুলাল সেখের ছেলে সিএনজি চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) ও জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালিত অটোরিকশাটি পাবনা থেকে আসছিল। এরই এক পর্যায়ে মহাসড়কের গাঁড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ড্রাম ট্রাক রেখে চালক পালিয়েছেন বলে তিনি জানান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ