প্রতিনিধি 17 August 2025 , 8:18:49 প্রিন্ট সংস্করণ
শাহজাদপুরে প্রথম আলো পত্রিকা পুড়িয়ে স্বার্থরক্ষা কমিটির প্রতিবাদ
——————————————–
নিউজ ডেস্ক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন ও স্থানীয় রাজপথ। সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদে উল্লেখ করা হয়, “শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে না”। এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি।
শনিবার ১৬ই আগস্ট বেলা ১১ টায় শাহজাদপুর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এক বিক্ষোভ সমাবেশ করে কমিটি। সেখানে প্রথম আলো পত্রিকার প্রতীকী কপি আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান তারা।
এ সময় বক্তৃতা রাখেন শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন এবং সদস্য সচিব আমির হোসেন সবুজ। বক্তারা বলেন,
“রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। অথচ এখন সেটিকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এটি শাহজাদপুরবাসীর সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।তারা আরও জানান, শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিপূর্বে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। শিক্ষার্থীদের দাবি, রবীন্দ্রনাথের সৃষ্টিশীল কর্মক্ষেত্র শাহজাদপুরেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হওয়া উচিত। কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয়কে অন্যত্র নেওয়ার প্রচেষ্টা শিক্ষার্থীদের আন্দোলনকে আরও বেগবান করেছে।
সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের ঘোষণা না এলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা একযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে শাহজাদপুরেই স্থায়ীভাবে প্রতিষ্ঠার দাবি জানান।স্থানীয় সাধারণ মানুষ জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির সঙ্গে জড়িত শাহজাদপুরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে তা শুধু শিক্ষার বিকাশই নয়, সাংস্কৃতিক ঐতিহ্যেরও সংরক্ষণ করবে। তাই শাহজাদপুর ছাড়া অন্য কোথাও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে তা ঐতিহাসিক অবমাননা হবে।