মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ
শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে যশোরের মনিরামপুরে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দিনব্যাপী স্থানীয় প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
মনিরামপুর সাব ক্লাস্টার এ প্রশিক্ষণের আয়োজন করে।প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মনিরামপুর শাখার সভাপতি জিএম মাকসুদুর রহমান এর সভাপতিত্বে সাব ক্লাস্টার প্রশিক্ষণের উদ্বোধন করেন মনিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু মুত্তালেব আলম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সদর ক্লাস্টারের সিনিয়র সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম নূর এ ইলাহী।
নুর-এ-ইলাহী বলেন, সাব ক্লাসটার প্রশিক্ষণ শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষ।শিক্ষার গুণগত মান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সাব-ক্লাস্টার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।এই প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণী কক্ষে আধুনিক পাঠদান পদ্ধতি প্রচলনে সহায়ক হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রতিটি ক্লাস্টারের আওতাধীন কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের একত্রিত করে ছোট ছোট দলে বিভক্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে শিক্ষকরা আরও নিবিড়ভাবে প্রশিক্ষকদের সাথে।নিজেদের সমস্যা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন।
তিনি আরও ভালো, প্রশিক্ষণের উদ্দেশ্য হলো শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি,শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক পাঠদানে উৎসাহিত করা, আধুনিক শিক্ষণ পদ্ধতি ও উপকরণ ব্যবহারে শিক্ষকদের দক্ষ করে তোলা,