কুবি প্রতিনিধি: তানভীর সালাম অর্ণব
প্রতি শনিবার বন্ধ রাখা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র ক্যাফেটেরিয়া। পরিচালকের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম জানান, এই দিনটি পরিচ্ছন্নতা ও সংস্কারের জন্য বন্ধ রাখা হয়। তবে বাস্তবতায় মিলছে ভিন্ন চিত্র। শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকা ক্যাফেটেরিয়া পর্যটকদের জন্য থাকে উন্মুক্ত।
বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা যেখানে নিজেদের নিয়মিত খাবারের জন্য ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল, সেখানে শনিবারে এটি বন্ধ থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হয়। বাধ্য হয়ে অনেকেই বাইরের হোটেল থেকে উচ্চমূল্যে খাবার কিনেন। অন্যদিকে, একই দিনে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের জন্য ক্যাফেটেরিয়ায় খাবার প্রস্তুত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ক্যাফেটেরিয়ার পরিচালক মান্নু মজুমদারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা শরিফুল ইসলাম বলেন, “প্রতি শনিবার ক্যাফেটেরিয়া পরিষ্কার ও সংস্কারের জন্য বন্ধ রাখা হয়। তবে শিক্ষার্থী ও শিক্ষকদের অতিথিদের অনুরোধে পর্যটকদের জন্য মাঝে মাঝে খাবার তৈরি করা হয়।”
এর আগে তিনি সাংবাদিকদের বলেন, 'বন্ধের দিনে পোষায় না, তাই ক্যাফেটেরিয়া বন্ধ রাখতে হয়৷ '
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়া প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল তাদের খাবারের প্রয়োজন মেটানো। অথচ তাদের বঞ্চিত করে বাইরের পর্যটকদের জন্য এটি খোলা রাখা কতটা যৌক্তিক? শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়া সপ্তাহের প্রতিদিন শিক্ষার্থীদের জন্যই খোলা রাখা উচিত।
এ প্রসঙ্গে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আমি আগামীকাল ক্যাফেটেরিয়ার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। এছাড়া শীঘ্রই ক্যাফেটেরিয়ার জন্য নতুন টেন্ডার আহ্বান করা হবে। আশা করছি, তখন এই সমস্যার সমাধান হবে।”