প্রতিনিধি 16 March 2025 , 2:10:30 প্রিন্ট সংস্করণ
মোঃ মাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরকীয়া অভিযোগে এক প্রেমিক যুবক-যুবতীকে আটক করেছে এলাকাবাসী। শনিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত প্রেমিক যুবতী হলেন, শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়ার-উত্তর মাথা গ্রামের দুই সন্তানের জননী ও আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা (৩০) এবং প্রেমিক যুবক হলেন একই এলাকার দুরুল হোদার ছেলে এক সন্তানের জনক আবু হায়াত (৩৫)। দীর্ঘ প্রায় ৬-৭ বছর ধরে তারা পরকীয়ার সম্পর্কে জড়িত বলে জানা গেছে।
প্রায় ছয় মাস আগে একই অভিযোগে তারা হাতেনাতে ধরা পড়েছিল। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের সতর্ক করে দিয়েছিলেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন। কিন্তু এরপরও তারা তাদের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।
শনিবার রাতে তারা আবারও একত্রিত হলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, আমরা আগেও তাদের সতর্ক করেছিলাম, কিন্তু তারা শোনেনি। এবার এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের ধরে ফেলে। এরপর গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।
এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিদের উপস্থিতিতে তাদের নিয়ে একটি গ্রাম্য সালিশ বসানো হয়। সেখানে দুইজনের পরিবারও উপস্থিত ছিল। সালিশে সিদ্ধান্ত হয় যে, তাদের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে।
এদিকে, স্থানীয়দের কেউ কেউ চান, এ ধরনের ঘটনা পুনরায় যেন না ঘটে, সে জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া হোক। অন্যদিকে, কিছু মানুষ বলছেন, এটি একান্তই ব্যক্তিগত বিষয়, তাই সামাজিকভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখা দরকার।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, পরকীয়া সমাজের জন্য ক্ষতিকর এবং এটি পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে। আবার কেউ মনে করছেন, ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো পরিবারের মাধ্যমেই সমাধান হওয়া উচিত।
এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনা রোধে সমাজে নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়া দরকার এবং পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়া উচিত।