অন্যান্য

শিবপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  প্রতিনিধি 26 September 2024 , 7:33:21 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান লিমন 

শিবপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর ২০২৪-২৫ সেশনের ডিপ্লোমা ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ২১ সেপ্টম্বর, কলেজ অডিটোরিয়াম রুমে। কলেজের অধ্যক্ষ জনাব ইঞ্জি: মো: মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্জুর হোসেন, চেয়ারম্যান শিবপুর পলিটেকনিক ইনস্টিটিউট। (অসুস্থজনিত কারণে উপস্থিত হতে পারে নাই)।

 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিরিন আক্তার জাহান,পরিচালক: শিবপুর পলিটেকনিক ইন্সটিটিউট। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন‘বিশ্বায়নের এই যুগে ইন্ডাস্ট্রির সংখ্যা ক্রমশই বাড়ছে। এই কারণে বাড়ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব। নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র শিক্ষা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষা। কারিগরি শিক্ষার্থীরা দেশের প্রথম সারির নাগরিক। তাই নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার-ব্যবহারের দিকেও বিশেষ লক্ষ রাখতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ইলিয়াছ সরকার,পরিচালক: শিবপুর পলিটেকনিক ইনস্টিটিউট, জনাব ইকরামুল হক, ইন্সট্রাক্টর : কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জি. মো: রুবেল মিয়া, লিয়াজো অফিসার, নরসিংদী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। জনাব সায়েম খান, হরিহরদী স্কুল এন্ড কলেজ, জনাব আলমগীর হোসেন পরিচালক ও প্রভাষক বর্ণমালা আইডিয়াল কলেজ, প্রমুখ। বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন ভালো ছাত্র-ছাত্রী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন

অনুষ্ঠান সফলভাবে সম্পাদনের জন্য সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ