প্রতিনিধি 2 September 2025 , 5:59:39 প্রিন্ট সংস্করণ
মোঃ মোসাদ্দেক হোসাইন রাফিও (স্টাফ রিপোর্টার):
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে গতকাল (৩১ আগস্ট) মঞ্চস্থ হলো ঢাকা থিয়েটার মঞ্চে’র নতুন প্রযোজনা ‘বীরসা মুন্ডা’। নাটকটি রচনা করেছেন আলোক দেব এবং নির্দেশনায় ছিলেন শারমিন হুদা লিজা।
ঐতিহাসিক ঘটনাকে উপজীব্য করে নির্মিত এই নাটক আবর্তিত হয়েছে উনিশ শতকের শেষ ভাগে ভারতের ছোট নাগপুর অঞ্চলে মুন্ডা জনগোষ্ঠীর স্বাধীনতার সংগ্রামকে ঘিরে। সাম্রাজ্যবাদ ও দেশীয় সামন্তশক্তির বিরুদ্ধে বীরসা মুন্ডার নেতৃত্বে হওয়া বিদ্রোহই নাটকের কেন্দ্রীয় বয়ান। নাটকে দেখানো হয়—সংগ্রামে পরাজয়ের পরও জনগণের মধ্যে স্বাধীনতার স্বপ্ন দমে যায়নি, যেমনটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রমাণিত হয়েছিল।
নাটকে অভিনয় করেছেন দুর্জয়, সুমন, প্রীতি, তোড়া, প্রবির, এমদাদ, কচি, নূরুল আলমসহ নাট্যদলের অভিজ্ঞ শিল্পীরা। কোরাসে অংশ নিয়েছেন বসার, আরিফ, ফুয়াদ, প্রীতি, মমতাজসহ ঢাকা থিয়েটারের অন্যান্য সদস্যরা।
নাটকটির কারিগরি দলে ছিলেন ঠাকুর রায়হান (আলোক পরিকল্পনা), আরিফিন হুদা তোফা (সেট ডিজাইন), শারমিন হুদা লিজা (পোশাক পরিকল্পনা), দিব্যেন্দু উদ্দীপ (পোস্টার ও প্রচ্ছদ), মহসিন সিপন (মঞ্চ ব্যবস্থাপনা) এবং গাজী নুরুল হুদা বাবু (প্রযোজনা কর্মকর্তা)।
ঢাকা থিয়েটার মঞ্চ জানায়, এই প্রযোজনার উদ্দেশ্য কেবল ইতিহাস পুনর্নির্মাণ নয়, বরং শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দর্শকের কাছে পৌঁছে দেওয়া। তাদের মতে, “শিল্পই পারে মুক্তির স্বপ্নকে দীর্ঘস্থায়ী করতে এবং সেই স্বপ্নকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে।”