অন্যান্য

শিশির হামলার প্রতীবাদে উত্তাল বোচাগঞ্জ, ওসি’র অপসারণ দাবিতে গণঅবস্থান

  প্রতিনিধি 22 June 2025 , 10:41:01 প্রিন্ট সংস্করণ

লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় ক্রিকেট খেলোয়াড় মোঃ শাহরিয়ার শিশিরের ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গড়িমসি ও মামলা নিতে অস্বীকৃতির অভিযোগ তুলে থানার ওসি হাসান জাহিদ সরকারের অপসারণের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১১টায় বোচাগঞ্জ থানার প্রধান ফটকের সামনে সর্বস্তরের মানুষের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণঅবস্থানে বক্তারা বলেন, ওসি হাসান জাহিদ সরকারের দায়িত্বহীনতা, পক্ষপাতদুষ্ট আচরণ এবং সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়ের কারণে বোচাগঞ্জে আইনের শাসন হুমকির মুখে পড়েছে। তাঁরা অভিযোগ করেন, শিশিরের ওপর হামলার ঘটনায় হামলাকারীরা চিহ্নিত হলেও তাদের গ্রেপ্তার না করে সময়ক্ষেপণ করা হচ্ছে, যা সাধারণ মানুষের মনে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশেষ করে হামলার মূল হুকুমদাতা ফয়সাল মোস্তাকের বিরুদ্ধে মামলা না নিয়ে তাকে রক্ষা করার চেষ্টা প্রশাসনের ভূমিকা নিয়ে জনগণের মাঝে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।

বক্তারা বলেন, “একজন শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদের উপর হামলার বিচার চাইতে এসে যদি প্রশাসনের কাছেই প্রতিকার না পাওয়া যায়, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে?” তাঁরা অবিলম্বে ওসি হাসান জাহিদের অপসারণ, নিরপেক্ষ তদন্ত এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে মোঃ শাহরিয়ার শিশিরের পিতা মোঃ আসাদুজ্জামান, বিএনপির দিনাজপুর জেলা শাখার সহসভাপতি নওশাদ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ রেদওয়ানুল করিম রাবিদ, সাবেক সেতাবগঞ্জ পৌর ওয়ার্ড কাউন্সিলর মুক্তার আলী, মামুন, পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালী ফ্লাট, পৌর মহিলা দলের সভাপতি রানী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, তার উপরে আনা অভিযোগ ভিত্তিহীন, উল্লেখিত মামলার আসামীরা বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়েছে। জামিনে থাকা অবস্থায় কি ভাবে তাদের গ্রেফতার করব? এসময় তিনি আরও জানান, বোচাগঞ্জের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বোচাগঞ্জ থানা কাজ করে যাচ্ছে। কোন প্রকার সন্ত্রাসী হামলা বা সন্ত্রাসীদের তিনি সমর্থন করেন না।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ