অন্যান্য

শীতের অনুভূতি বাড়বে

  প্রতিনিধি 24 January 2025 , 6:03:09 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

 

সারা দেশে ফের বেড়েছে শীতের দাপট, উত্তরের কয়েক জেলায় দুই-তিনদিন ধরে সূর্যের দেখা নেই। হিমেল হাওয়ায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে।

 

শুক্রবার পঞ্চগড়ে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, মাঝারি-ঘনকুয়াশার কারণে সূর্যের তাপ না থাকায় সারা দেশ জুড়েই শীতের অনুভূতি আগের চেয়ে বাড়বে। এমনকি কুয়াশার কারণে দিনের বেলাতেও ঠান্ডা অনুভূতি বজায় থাকবে।

 

এমন অবস্থা আগামী কয়েকদিন চলমান থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

সংস্থাটি আরও জানিয়েছে, ঢাকায় হয়তো দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক অবস্থা হবে। তবে বিকাল থেকেই শীতের অনুভূতি ফের বাড়বে। তাছাড়া উত্তরাঞ্চলে আজ সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে, পরিবেশ প্রধানত শুষ্ক থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এমন অবস্থায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ