অন্যান্য

শীতের রাতে কম্বল নিয়ে ভাসমান বেদে পল্লীতে নল‌ছি‌টির ইউএনও মো. নজরুল ইসলাম

  প্রতিনিধি 4 January 2025 , 5:25:05 প্রিন্ট সংস্করণ

 

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি :

 

সুগন্ধ‌া নদী বিধৌত ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপজেলায় শীতের তীব্রতা বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছে খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনির ভেতরে বসবাস করা বেদে সম্প্রদায়ের লোকজন।

 

সেই বেদে পল্লীর শীতার্তদের পাশে দাঁড়ালেন নল‌ছি‌টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তাদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলেন তিনি। শুক্রবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দপদ‌পিয়ার জি‌রো প‌য়েন্ট এলাকায় অবস্থানরত ভাসমান বেদে পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল পর্যায়ের মানুষেরা কষ্টে দিনযাপন করছেন।

 

তাদের পাশে এখনই দাঁড়ানোর সময়। বেদেদের মতো এরকম যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের পর্যায়ক্রমে শীতবস্ত্র প্রদান করা হবে। এসময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোরের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন রওনক জাহান

কার্তিকেই কুয়াশা ঢাকা শীতের আমেজ

সুদের চাপে জীবন অতিষ্ঠ মহম্মদপুরে সুদেকারবারির সামনেই যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা 

টেকনাফে নারী উদ্যোক্তার স্বল্পমূল্যে সবজি বিক্রি

মাগুরায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা আটক অবস্থায় সাংবাদিকদের হুমকি