প্রতিনিধি 15 September 2024 , 4:19:36 প্রিন্ট সংস্করণ
আবুল ওহাব,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- মামুনুল হক বলেন, ৭৫ এর ১৫ ই আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল।এ কারণেই শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে পালিয়েগেছে।
আজ রোববার(১৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের “পাবলিক ক্লাব” মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন; শেখ হাসিনা তার পরিবারের কাউকে রাজনীতিতে আনেননি, কারণ দেশের মানুষের ওপর তার কোনো আস্থা ছিল না। তার চিন্তাই ছিল বাংলাদেশের রাজনীতির ১২ টা বাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে। ৫০ বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা।
বাংলাদেশ ‘খেলাফত মজলিস’ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা সাঈদ আহমদ সাঈফীর সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ, মাওলানা এনামুল হক মূসা বক্তব্য দেন। বক্তব্য শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া করা হয়।