অন্যান্য

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, উত্তেজনায় ভাঙচুর

  প্রতিনিধি 8 August 2025 , 3:20:16 প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি:

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে রোগীর মৃত্যুর পর হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। রোববার (৭ আগস্ট) সকালে মেডিসিন ইউনিট–২ এ এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টে আক্রান্ত শহিদুল ইসলামকে সকাল ৮টার দিকে হাসপাতালে আনা হয়। অবিলম্বে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হলেও তিনটি সিলিন্ডারের কোনোটি তে অক্সিজেন ছিল না। প্রায় ২০ মিনিট পর একটি সিলিন্ডারের ব্যবস্থা হলেও ততক্ষণে রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনরা মেডিসিন ইউনিট–২ এর চিকিৎসক কক্ষে প্রবেশ করে টেবিল, চেয়ার, কাঁচের দরজা ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় কক্ষে থাকা চিকিৎসক ও কর্মচারীরা নিরাপত্তার জন্য সরে যান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জনবল–রোগীর অনুপাতের অসামঞ্জস্যের কারণে সেবায় ব্যাঘাত ঘটতে পারে, তবে চিকিৎসকদের অবহেলার অভিযোগ সঠিক নয়। মেডিসিন ইউনিটের রেজিস্ট্রার বলেন, “এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা জোরদার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

এ ঘটনায় রোগীর পরিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেবে বলে জানিয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, এবং জনসাধারণের দাবি—হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও সরঞ্জাম ব্যবস্থাপনায় জরুরি সংস্কার আনা হোক।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ