মণিরামপুর প্রতিনিধি :
মশিয়াহাটী-নওয়াপাড়া সড়কের উপর গরুর গোয়াল, বসতভিটা ছাড়া মানুষ ও মেলার দোকানপাট নিয়ে শেষ হলো জলাবদ্ধতায় ম্লান হওয়া মশিয়াহাটীর দুর্গোৎসব। ভবদহে জলাবদ্ধতার অসহনীয় দুর্ভোগের মধ্যেও কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই রোববার ৫ দিনব্যাপী শেষ হয়েছে মশিয়াহাটীর ১০১ বছরের শারদীয় দুর্গাপূজা। তবে মন্দির প্রাঙ্গণে পানি নিয়ে এবারের পূজায় ছিল না তেমন কোন উৎসব। মণিরামপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধ এলাকার ৩ ইউনিয়নের ১৪ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের একটিমাত্র দুর্গাপূজা আয়োজন করা হয়ে থাকে শতবর্ষ ধরে। উৎসবে উৎসবে মুখর থাকে পুরো মশিয়াহাটী অঞ্চল। কিন্তু এবার পূজার আয়োজন ছিল সীমিত। আয়োজন করা হয়নি কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের। মশিয়াহাটী আঞ্চলিক সর্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি ও কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় জানান, পূজা চলাকালীন সময়ে সবসময় মন্দির প্রাঙ্গণের পানি সেচ দিতে হয়েছে। জলাবদ্ধতার কারণে এলাকার মানুষের মনে শান্তি নেই। জলে ডোবা মানুষের অসহনীয় দুর্ভোগের কারণে শুধুমাত্র পূজার শাস্ত্রীয় কাজ ছাড়া এবার সব উৎসব বন্ধ করা হয়েছে।