প্রতিনিধি 13 December 2024 , 5:53:28 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
দুপুর গড়িয়ে বিকেল হতেই হাড়ে কাঁপন ধরাচ্ছে উত্তরের বাতাস, যার রেশ থাকছে পরদিন সকাল পর্যন্ত। অঞ্চলভেদে হালকা থেকে ঘন কুয়াশা থাকছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। কোনো কোনো অঞ্চলে দুপুরেও থাকছে কুয়াশা। দিনের কিছু সময় বাদ দিলে সে অর্থে সূর্যের দেখা মিলছে না।রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুই-তিন দিন ধরে শীতের এই চিত্র দেখা যাচ্ছে। হিমেল বাতাস আর কুয়াশায় জনজীবনে বাড়ছে ভোগান্তি। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।