মো. আসাদ উল্লাহ
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) উপজেলার শেখপাড়া বাজারে ত্রিবেণী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাবলু মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন বাবর ফিরোজ বলেন, “বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করতে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।”