অন্যান্য

শ্বশুরবাড়ির নির্যাতনে মৃত্যু, বিষ খাইয়ে আত্মহত্যার নাটক

  প্রতিনিধি 26 April 2025 , 10:15:08 প্রিন্ট সংস্করণ

মোঃ আশরাফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার মাটিগাড়া গ্রামের যুবক প্রাণ রায় (২৫) শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

নিহত প্রাণ রায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া গ্রামের বিমল রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট এলাকার এক তরুণীর সঙ্গে প্রাণের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল, মূলত স্ত্রীর অন্যত্র সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এই বিবাদ শুরু হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়ি চলে যান।

 

গতকাল (শুক্রবার) দুপুরে স্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে প্রাণকে ফোন করে ডেকে পাঠানো হয়। স্ত্রীকে ফেরত আনার উদ্দেশ্যে প্রাণ শ্বশুরবাড়িতে গেলে সেখানে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে ব্যাপক মারধর করে। গুরুতর আহত প্রাণ ঘটনাস্থলেই মারা যান।

পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার ঘটনা সাজানোর অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ