অন্যান্য

শ্যামনগরে দুই বনদস্যু আটক, বন্দুক উদ্ধার

  প্রতিনিধি 17 June 2025 , 9:26:51 প্রিন্ট সংস্করণ

মো: ইয়াছিন আলম :

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে দুই বনদস্যুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টা ও ১১টার দিকে উপজেলার যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে পৃথকভাবে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের মৃত নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৫৫) এবং খুলনার কয়রা উপজেলার বৈকারী এলাকার শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পাঁচ থেকে সাতজন অপরিচিত ব্যক্তি যতীন্দ্রনগর বাজারে ঘোরাফেরা করতে থাকে এবং গন্তব্যে পৌঁছানোর জন্য যানবাহনের সন্ধান করতে থাকে। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চায়। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে দিদারুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মীরগাং এলাকা থেকে নজির গাজীকেও আটক করা হয়। পরে অভিযুক্তদের দেখানো মতে একটি মাছ ধরার নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি ধারালো দা উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে নজির গাজী স্বীকার করেছেন, তিনি সুন্দরবনের কুখ্যাত ‘জোনাব বাহিনী’র সদস্যদের লোকালয়ে তোলা ও ফের নামিয়ে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। সোমবার তিনি ১০ হাজার টাকার চুক্তিতে জোনাব বাহিনীর দুই সদস্যকে বাজার পর্যন্ত পৌঁছে দেন। অপর আটক দিদারুল নিজেকে নজিরের সহযোগী দাবি করে জানান, তিনি সুন্দরবনে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের কাজে যুক্ত ছিলেন

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ