অন্যান্য

শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে এক লাখ ৫০ হাজার

  প্রতিনিধি 16 January 2025 , 7:41:43 প্রিন্ট সংস্করণ

মো: ইয়াছিন আলম :

 

সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রামজীবনপুর এলাকায় অবস্থিত এইচডি ব্রিকস ও এমবি ব্রিকস নামীয় ইট ভাটা দু’টিকে উক্ত জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ রিফাত উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুর ইসলাম।

নির্বাহী ম্যাজষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান উক্ত দু’টি ইট ভাটায় জ¦ালানী হিসেবে কাঠ ব্যবহার করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা লংঘনের দায়ে এইচডি ব্রিকসকে এক লাখ ও এমবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান নীতিমালা মেনে ইট ভাটা পরিচালনা করতে হবে। কৃষির জমির মাটি কেটে ইট ভাটার কাজে ব্যবহারসহ কাঠ পোড়ানোর মত অপরাধ করলে যথাযথ অঅইনগত ব্যবস্থা নেয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ