অপরাধ

শ্যামনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা।

  প্রতিনিধি 22 January 2025 , 1:52:38 প্রিন্ট সংস্করণ

 

মো: ইয়াছিন আলম :

 

 

শ্যামনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার ৷ ২১ জানুয়ারী ২০২৫ তারিখ সময় ৫ টার দিকে উপজেলার বংশীপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেসার্স কৃষি বিপণীর স্বত্বাধিকারী এস এম মাহবুবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ এবং ৫৩ ধারা অনুযায়ী ১০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সহ থানা-পুলিশ মোবাইল কোর্টটি পরিচালনা করেন ৷

 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দ্বায়ে তাকে অর্থদন্ড প্রদান করা হয় ৷

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ